
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে ১৩ পদের বিপরীতে মোট ৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্রের দাম একই হওয়ায় কোন পদে কত জন মরোনয়নপত্র সংগ্রহ করেছেন তা এখনই বলা যাচ্ছে না। শুক্রবার মনোনয়নপত্র জমা দেয়ার পর জানা যাবে কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সাতনদী’র প্রধান প্রতিবেদক মোঃ আইয়ুব হেসেন রানা, সদস্য পদে দৈনিক সাতনদী’র মফস্বল বার্তা সম্পাদক রেজাউল করিম (এম আর মিঠু) এবং সদস্য পদে বিজয় টিভির আকরামুল ইসলাম।
বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) মঙ্গলবার বহু প্রতিক্ষিত এ নির্বাচনী তফসীল ঘোষণা করেন।
ঘোষিত (সংশোধিত) তফসীল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিলো গতকাল বৃহস্পতিবার, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারী শুক্রবার, মনোনয়নপত্র বাছাই ২৭ ফেব্রুয়ারী শনিবার, প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৮ ফেব্রুয়ারী রবিবার এবং আগামি ৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।