
ফিরোজ হোসেন: সাতক্ষীরা পৌরসভায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা কর্মসূচি সম্পর্কে ওয়ার্ড পর্যায়ে ইএইচড অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় খুলনা মুক্তি সেবা সংস্থার আয়োজনে পৌরসভার কনফারেন্স রুমে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী। এসময় আরও বক্তব্য রাখেন আরবান কো-অর্ডিনেটর মো. শাহারিয়ার আলম, ফিল্ড কো-অর্ডিনেটর মো. আব্দুল হাকিম ডিআরআরএ এর প্রতিনিধি মাশরুবা তাসনীম তানিয়া। এসময় গ্রাম ডাক্তার, মসজিদের ইমাম, ফার্মেসী প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও কে এম এসএস এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।