
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা দিবা নৈশ কলেজের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছেন। সোমবার সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩২নং ধুলিহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাশেদা স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠান শিক্ষকগণ সকল শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং সাতক্ষীরা দিবা নৈশ কলেজের রোভার স্কাউট গ্রুপকে ধন্যবাদ জানান।