
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানার অভিযানে ফের ২ কেজি গাঁজা ও ২২ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার রাতে কুশখালী কলবাজার ও শহরতলীয় কুখরালী মোড়ে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো গড়েরকান্দা গ্রামের মোঃ আব্দুল হাকিমের পুত্র আজিজুল ইসলাম (২০) ও কুখরালী গ্রামের ছলেমান গাজীর পুত্র মোঃ বিল্লাল হোসেন (২৩)।
এদের মধ্যে আজিজুল ইসলামের কাছ থেকে ২ কেজি গাঁজা ও বিল্লালের নিকট থেকে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের কৌশল ও দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মানিক সাহা, এ,এস,আই শাহানুর, পারভেজ, মনির, ফারহানা ও তাহেরের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে বলে জানা গেছে।
এ ঘটনায় সাতক্ষীরা থানায় পৃথক দুইটি মাদকের মামলা হয়েছে।