
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১৭ ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে। ১৭ ই মার্চ শুক্রবার সকাল ১০ টায় জেলা পরিষদের কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশিদ, জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা রবি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশ, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় যথাযথ মর্যাদায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ও সকাল ১০ টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।