
সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন। কেন্দ্রীয় ঈদগাহের ঈদের জামাতকে ঘিরে তৎপর ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নামাজে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান, মাও. আফসার উদ্দীন, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, রোজ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ। ঈদের নামাজের পর দেশ-জাতির সম্মৃদ্ধি ও সকল মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।