
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দেশসেরা দ্রæততম মানবী শিরিন আক্তারকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেন। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংস্থাটির সভানেত্রী সাতক্ষীরা জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে দেশসেরা দ্রæততম মানবী শিরিন আক্তারের সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জেসমিন আক্তার চন্দনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহসিনা শেখ,সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী,সদস্য মারুফা আক্তার স্বপ্না,ইসমত আরা, মমতাজ খাতুন মিরা,শাহাজান পারভীন মিলি, রুপালী খান, জোৎস্না দত্ত, লাবনী দত্ত প্রমূখ। এর আগে জেলা মহিলা ক্রীড়া সংস্থার নবাগত সভানেত্রীকে সংস্থাটির পক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।