
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় বোনের হাতে অপহরণের শিকার হয়েছে আপন ছোট ভাই। জেলার পাটকেলঘাটা থানা সদরে অপহরণের এ ঘটনা ঘটে। অপহরণের ঘটনায় অপহৃতকে উদ্ধার ও অপহরনকারী বোনসহ চারজনকে খুলনা থেকে আটক করেছে পুলিশ।
অপহৃত আবু সাঈদ রাজা পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও পাটকেলঘাটা বাজারের বিউটি সু স্টোরের মালিক। অপহরণকারী তার বড় বোন খুলনা মিয়াপাড়া এলাকার মৃত. আব্দুল্লাহ্ মাহমুদের স্ত্রী জেসমিন মাহমুদ।
এ ঘটনায় বোনসহ আটকরা হলেন, খুলনা রুপসা থানা এলাকার মৃত. বেলায়েত হোসেনের ছেলে জহুরুল ইসলাম রানা, সালাম শেখের ছেলে আজিজুল ইসলাম ও বাগেরহাট জেলার মোড়লগজ্ঞ থানার আব্দুস সালামের ছেলে সোহানুর রহমান স্বপন।
জানা গেছে, শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাসযোগে পাটকেলঘাটা বাজার থেকে আবু সাঈদ রাজাকে অপহরণ করা হয়। ঘটনাটি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা। পুলিশ উদ্ধার অভিযান শুরু করে রাতে খুলনা থানার রুপসা এলাকা থেকে আবু সাঈদ রাজাকে উদ্ধার ও অপহরণকারী চারজনকে আটক করে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, উত্তরাধিকার সুত্রে পাওয়া জমি নিয়ে ভাই ও বোনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই সুত্র ধরেই বড় বোন সহযোগীদের নিয়ে ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যায়। অপহরনকারীদের খুঁজতে গিয়েই পুলিশ জানতে পারে অপহরণের মূল পরিকল্পনারকারী তার বড় বোন। রাত ১০টার দিকে অপহৃতকে উদ্ধার ও অপহরনকারী চারজনকে আটক করে পাটকেলঘাটা থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, বোনসহ অপহরকারী চারজনের বিরুদ্ধ পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং ৫।