
আকরামুল ইসলাম: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য এস.এম কামাল হোসেন, এ্যাড. আমিরুল আলম মিলন, মারুফা আক্তার পপি।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলের কমিটি গঠণের দ্বিতীয় অধিবেশন বেলা সাড়ে ৩ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আগামী তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা আ.লীগের কমিটি ঘোষনা করেন। কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের নাম ঘোষনা করা হয়। সেই সঙ্গে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে নির্দেশনা দেওয়া হয়েছে।