
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার মাসিক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পিটিআই মোড় সংলগ্ন বিসমিল্লাহ মেডিকেল সেন্টারে এ প্রশিক্ষণ ও সভা অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আলমগীর হোসেন। সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার এম এ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সহ-সভাপতি গ্রাম ডাক্তার হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা ডক্টরস্ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আহসান হাবিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার অনির্বান সরকার, পৌর শাখার সদস্য সচিব আল আমিন হোসেন সহ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।