
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় করোনা শনাকক্তের সংখ্যা হলো একশ’, সর্বশেষ গতকাল নতুন করে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার মাধ্যমে এই সংখ্যা হলো। । সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে গত রোববার রাত থেকে সোমবার বেলা তিনটা পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল জানান, রোববার রাত ১২টার দিকে কলারোয়া উপজেলার কেরাগাছি ইউনিয়নের একজন (৬০) জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়ার ১০ মিনিটের মধ্যে মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের এক বৃদ্ধ (৭২) সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকায় বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তি (৪২) জ্বর, সর্দি ও কাশি নিয়ে সোমবার বেলা ১২টার দিকে আইসিইউতে মারা গেছেন। এছাড়া সোমবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সাতক্ষীরায় কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের এক স্কুলছাত্রের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই স্কুলছাত্র (১৩) তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ও তেঁতুলিয়া বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
এদিকে, সোমবার বেলা তিনটা পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনো হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সোমবার নতুন করে পাঁচজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। এর মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন। মেডিকেলে সোমবার দুপুর পর্যন্ত যে তিনজন মারা গেছে তাদের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৫শ’ ৩১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে এক হাজার ১৪৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।