
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কবিতা পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপি কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠান। অন্যান্য গুনীজনদের সাথে সাতক্ষীরার কৃতি সন্তান শিমুল পারভীন কবিতায় বিশেষ অবদানের জন্য পেলেন সম্মাননা পদক। তার এ যাবত ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত গ্রন্থ ৪৯। কবিতার বই ৭ টা ও কবিতা ও আবৃত্তি বিষয়ক বই ৪ টা নাটক ও পত্রকাব্য ২ টা । তার মধ্যে আবৃত্তির কলা কৌশল, বইটি আবৃত্তির, আবৃত্তি ভাবনা অন্যতম। কলকাতার আনন্দ প্রকাশন থেকে উৎসারিত আলো ও আবৃত্তির ক্লাস বই দু’টো বহুল প্রচলিত। আমি সেই মেয়ে, আমার পরিচয়, অন্ধকারের উৎস হতে নামে তার তিনটি একক আবৃত্তি এ্যালবাম বাজারে প্রচলিত। তার নিজের লেখা ১৬ টি কবিতা স্বকন্ঠে আবৃত্তি রিংটোন হিসেবে প্রচলিত। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত আবৃত্তি শিল্পীরা শিমুল পারভীনের কবিতা উচ্চারণে নিয়েছেন।
কবিতা উৎসব ও কবিতা পরিষদ পুরস্কার ২০২১ অনুষ্ঠানে কবি মফিজুর রহমান (জেলা ও দায়রা জজ সাতক্ষীরা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির মনে করেন, কবিতা পারে সব গøানি মুছে সুন্দর সমাজ গড়তে। আর কবি শিমুল পারভীন তার বক্তব্যে বলেন, এই সম্মাননা কবি হিসেবে তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুন। অনুষ্ঠানে কবিদের কন্ঠে কবিতা পরিবেশবনা ছিলো মনোমুগ্ধকর। কবি শিমুল পারভীন তার নিজের লেখা ৩টি কবিতা পাঠ করেন এ অনুষ্ঠানে। পেশা আইনজীবী হলেও কবিতাকে তিনি ভালোবাসেন অন্তর দিয়ে। কবিতায় যেন তার নিত্য বসবাস। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তিনি তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। চ্যানেল আই, এ টি এন বাংলা, বাংলা টিভিসহ বিভিন্ন চ্যানেলে তার উপস্থাপনা ও আবৃত্তি পাঠ আমাদের মুগ্ধ করে।