
নিজ কন্যা সন্তানকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হাতে প্রহৃত হয়েছে মা। এ ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে গতকাল সাতক্ষীরার নগরঘাটা গ্রামের আব্দুল মাজেদের ছেলে তৌহিদুর রহমান বলেন, তার কন্য নগরঘাটা বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সম্প্রতি বিদেশ থেকে আসা একই এলাকার রুহুল কুদ্দুস দফাদারের পুত্র আবু সুফিয়ানের কু-নজর পড়ে আমার কন্যা সুমাইয়া খাতুনের উপর। আবু সুফিয়ান প্রায়ই আমার কন্যার স্কুলে যাওয়া- আসার পথে উত্যক্ত করা সহ নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে গত ২৩ জুন মঙ্গলবার তৌহিদুর রহমানের কন্যা পাশ্ববর্তী টিউবওয়েলে পানি আনতে গেলে আবু সুফিয়ান কন্যার হাত ধরে টানাটানি করে।
বিষয়টি আমার কন্যা বাড়িতে এসে তার মাতাকে জানালে তারা মা-মেয়ে আবু সুফিয়ানের বাড়িতে যেয়ে বিষয়টি জানান। কিন্তু সুফিয়ানের পরিবার এ অভিযোগে উল্টো আমার স্ত্রী এবং কন্যাকে গালিগালাজ করে। পরের দিন বুধবার সকালে আমার কন্যা দোকানে যাওয়ার পথে আবু সুফিয়ান আমার কন্যাকে জাপটে ধরে বলে“তুই নালিশ করেছি, তোকে মেরে ফেলবো”। সে সময় আমার স্ত্রী তার হাত থেকে কন্যাকে উদ্ধার করে গেলে সুফিয়ান ও তার ভাই মাগফুর আমার স্ত্রী ও কন্যাকে মারপিট করে গুরুতর আহত করে। এ বিষয়ে আমার স্ত্রী পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করে।
এতে উল্লেখিত আবু সুফিয়ান ও তার ভাই মাগফুর রহমান নিজেদের অপরাধ ঢাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইন্টারনেটে এডিটিংএর মাধ্যমে আমার কন্যাকে জড়িয়ে নানা আপত্তিকর পোস্ট দিচ্ছে। এছাড়া প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ওই কন্যাকে কিভাবে বিবাহ প্রদান করে আমরা দেখবো। এ ঘটনায় আমার কন্যা চরম আংতকিত হয়ে পড়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। লোকলজ্জার ভয়ে সে কোন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে বলে আমি মনে করছি।
আমরা অসহায় গরিব মানুষ হওয়ায় কোন আইনী সহযোগিতা পাচ্ছি না। আমাদের টাকা বা এবং খুটির কোন জোর না থাকায় উল্লেখিত সুফিয়ান ও তার পরিবার সামাজিকভাবে আমাদের হেয় করে মানুষের কাছে বিতর্কিত করে তোলার চেষ্টা করে যাচ্ছে। আমার কন্যাকে যাতে পাত্রস্থ করতে না পারি সে কারণে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিচ্ছে আবু সুফিয়ান ও তার ভাই মাগফুর রহমান। তৌহিদুর রহমান কন্যার পিতা হিসেবে মিথ্যা অপপ্রচারের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)