
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ঔষধ বিক্রিকে কেন্দ্র করে এক ঔষধ ব্যবসায়ীর হাতে ডাক্তার লাঞ্চিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় বিএমএ নেতাদের কাছে বিচার চেয়েছে ভূক্তভোগী ঐ ডাক্তার।
জানা গেছে, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা: গালিব এক রোগীর জন্য ঔষধের প্রেসক্রিপশন লিখে দেন। রোগীর স্বজন ডজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে মনিরুল ইসলামের দোকানে উক্ত ঔষধ কিনতে যায়। কিন্তু ব্যবসায়ী মনিরুল তাকে প্রেসক্রিপশনে লেখা ঔষধ না দিয়ে অন্য কোম্পানীর ঔষধ ধরিয়ে দেন। ঔষধ নিয়ে যাওয়ার পর তা দেখে ডাক্তার গালিব নিজে উক্ত দোকানে গিয়ে দোকানদারকে প্রেসক্রিপশনে লেখা ঔষধই দেয়ার জন্য বলেন। তখন মনিরুল সহ তার দোকানের অন্যান্যরা মিলে ডাক্তারকে হেনস্থা/ লাঞ্চিত করে।
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) এর নেতাদেরকে ঘটনাটি অবহিত করে দোষী ব্যক্তির বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে ডাক্তার গালিব ।
নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সত্যতা স্বীকার করেছে এক বিএমএ নেতা। সিভিলসার্জনও বিষয়টি অবহিত আছেন বলে জানার ঐ নেতা।