
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাতক্ষীরা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ আমিন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সদর সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, পলাশপোল মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, পুরাতন সাতক্ষীরা সদর ফাঁড়ির ইনচার্জ রবীন চন্দ্র মন্ডল, গোপাল ঘোষাল, বিশ^জিত বাছাড়, নিত্যানন্দ সরকার, গণেষ সরকার, মহাদেব ঘোষ, যুব কমিটির মিলন রায়, সুজন বিশ^াস প্রমুখ।