
বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার দেবনগরে ইজাবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেবনগর বলফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, সদরের মাধবকাটি ছয়ঘরিয়ার হাসান আলীর পুত্র লিটন হোসেন একজন ইজিবাইক চালক। সে মঙ্গলবার (২৩.০৬.২০২০) সন্ধ্যায় তার ইজিবাইক নিয়ে দেবনগর বলফিল্ডের সামনে দিয়ে যাচ্ছিল। পতিমধ্যে বলফিল্ডের পাশে মাদ্রাসার সামনে পৌছালে দেবনগরের মোকছেদ সহ ৩/৪ জনের একটি দল লিটন হোসেনের পথ আটকে দাঁড়ায়। ইজিবাইকের গতিরোধ করার কারণ জানতে চাইলে মোকছেদ ও তার সহযোগীরা ইজিবাইক চালক লিটনকে চড় থাপ্পর মারতে শুরু করে এবং প্রাণনাশের ভয় দেখায়। এক পর্যায়ে লিটনের কাছ থেকে ইজিবাইকটি কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারী মোকছেদ ও তার দলবল। এবিষয়ে স্থানীদের অবগত করলেও অভিযুক্ত মোকছেদ শালিস বিচারের কোনো পাত্তা দেয়নি। ছিনতাইয়ের এ ঘটনায় লিটন বাদী হয়ে সদর থানায় মোকছেদসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
আলহুসাইন অমি
০১৬১১ ৮৪৪৬৬৬