
সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন নির্বাচনে সীমান্ত রক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এবং একটি সুষ্ঠ নির্বাচন এর পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম চলমান হাতে নিয়েছে ১৭ বিজিবি। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জেলার শ্যামনগর, কালিগঞ্জ এবং দেবহাটা উপজেলায় ভোট কেন্দ্র রেকি এবং পেট্রোলিং এর কার্যক্রম তফসিল ঘোষণার পর থেকেই একযোগে পুরোদমে শুরু হয়েছে বাহিনীর সদস্যরা। ভারত সীমানাবর্তী এই ৩টি উপজেলারকে নিরাপত্তার চাদরে রাখতে বিভিন্ন স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে বিভিন্ন গাড়ি এবং মানুষজনের তল্লাশি কার্যক্রম চালুর মাধ্যমে নিরপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এবং বিজিবির ডিজির প্রত্যক্ষ দিকনির্দেশনায় এলাকার আইন-শৃঙ্খলা নির্বাচনের অনুকূলে আনতে কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি সীমান্ত রক্ষায় কোন অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র আমদানি প্রতিরোধ অবস্থান নিয়েছে তারা।
১৭ বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তে জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করছে। জনগণ, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সিভিল প্রশাসন এর সাথে সমন্বয় করে আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি । চোরাকারবারি ,মাদক সরবরাহকারী এবং সন্ত্রাসী দেশ ও সমাজের শত্রু। এদের প্রতিরোধে আপনারা সবাই একত্রিত হন। এছাড়াও অধিনায়ক আরা বলেন, বিজিবি নেতৃত্বে টাস্কফোর্স গঠনের মাধ্যমে অবৈধ সন্ত্রাসী এবং অস্ত্র ধরার কার্যক্রম চলমান আছে।

