
নিজস্ব প্রতিবেদক:
“আপনার দৃষ্টি রক্ষা করুন সুন্দর পৃথিবী উপভোগ করুন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা শাখার আয়োজনে সাতক্ষীরা দৃষ্টি আই হসপিটালের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও দৃষ্টি আই হসপিটাল এর কন্সাল্টেন্ট চক্ষু চিকিৎসক ও ফ্যাকো সার্জন ডা. মো. মেহেদী হাসান সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন দৃষ্টি আই হসপিটাল এর কনসালটেন্ট বিশিষ্ট গ্লকোমা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মীর আশরাফুল কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডা. শেখ তারেক হাসান, এরিস্টো ভিশন’র রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুল ইসলাম, দৃষ্টি আই হসপিটালের ব্যাবস্থাপক ম্যানেজার মো. আহসান হাবীব, একাউন্টস অফিসার মুজাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভারতে চিকিৎসা এখন সাতক্ষীরাতে পাচ্ছেন একই খরচে, তাহলে আপনারা কেন বিদেশে যাবেন চিকিৎসা নিতে। দৃষ্টি আই হসপিটালে সর্বস্তরের মানুষের গ্লুকোমা সহ চোখের আধুনিক ও সকল ধরনের রোগের সেবা দেওয়া হচ্ছে। সভায় সাতক্ষীরা পৌরসভার ২৫ জন গ্রাম্য ডাক্তারদের সার্টিফিকেট ও পুরুস্কার দেওয়া হয়।