
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন এর অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টা হতে শিক্ষক মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দীর্ঘদিনের শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর (খোকন)। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় বক্তব্য দেন গণিত বিষয়ের প্রধান আকরাম হোসেন, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, সমাজকর্ম বিষয়ের প্রভাষক নাজমুল হুদা ডালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমদ, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আলহাজ্জ আমিনুর রহমান, ইসলামের ইতিহাসের প্রভাষক আনোয়ারা খাতুন, জীববিজ্ঞানের শিক্ষক আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পদার্থ বিষয়ের শিক্ষক নাসিরউদ্দিন এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক পর্ষদের কোষাধ্যক্ষ ও প্রভাষক শাহজাহান কবীর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।