
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু রবিবার দিবাগত রাত ১টায় ২০ মিনিটে সাতক্ষীরা শহরের আট পুকুর এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
১৯ জুলাই রবিবার বাদ জোহর সাতক্ষীরা শহরের কাশেমপুর মাদ্রাসা ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মাওলানা ইউসুফ আলি। মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার দেবনগর গ্রামে বিকেল ৪টায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মো. সাব্বির হোসেন। জানাযা শেষে নিজ গ্রাম দেবনগরে পারিবারিক কবরস্থানে বাবা’র কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে দৈনিক সাতনদী’র গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাতনদীর প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান, বার্তা সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নগর সম্পাদক আহদুর রহমান, সহ-বার্তা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান বাবু, নিজস্ব প্রতিবেদক জহুরুল কবীর, নিজস্ব প্রতিবেদক জগন্নাথ রায়। এসময় তারা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।