
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত চোর কামরুল ইসলাম (৩৬) কে আটক করেছে। সে বালুইগাছা গ্রামের মোঃ ছহিল উদ্দীনের পুত্র।
জানা যায়, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই হাসানুজ্জামান, এ,এস,আই শিল্লুর রহমান ও এ,এস,আই কুতুব উদ্দীন বুধবার সন্ধ্যায় বালুইগাছা গ্রামে চিহ্নিত চোর কামরুলকে ধরতে অভিযান চালায়। পরে তাকে অনেক কৌশল অবলম্বন করে ধরতে সক্ষম হয়।
এস,আই হাসানুজ্জামান জানান, কামরুল একজন চিহ্নিত সংঘবদ্ধ চোর দলের সদস্য। সম্প্রতি তার নেতৃত্বে এলাকার কয়েক জায়গায় চুরি সংঘটিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর আজগর আলী বাবু (২৭) চোরাই মালামাল সহ আটক হয়ে কামরুলের নাম প্রকাশ করে। এলাকার বেশ কিছু চুরির সাথে কামরুলের সম্পৃক্ততা ও তথ্য প্রমান পাওয়া গেছে। তাকে চুরি মামলায় আদালতে সোপর্দ করা হবে।