
ইয়ারব হোসেন: সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান যেমন সৎ ও সুরুচি সম্পন্ন শৈল্পিক মনের মানুষ, তেমনি তার অধীনস্থ পুলিশ সদস্যরাও সৎ। এই সততার উদাহরণ এএসআই শেখ সুমন হাসান।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর থানার এএসআই শেখ সুমন হাসান ডিউটিতে দায়িত্বরত অবস্থায় শহরের পলাশপোল এলাকার একাডেমী মসজিদের সামনে হতে ১৭হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ম্যানিবাগ কুড়িয়ে পান। এসময় ম্যানিব্যাগের ভিতরে ম্যানিব্যাগের মালিকের কোন তথ্য না পেয়ে তিনি প্রকৃত মালিককে তার হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে অবগত করেন।
এসময় ম্যানিবাগ চেককরে একটি সাদা কাগজে পার্সপোর্ট নাম্বার লেখার সূত্রধরে থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে রবিবার (২৪ নভেম্বর) বিকালে প্রকৃত মালিক শহরের পলাশপোল এলাকার চৌধুরী এসকেন্দার মির্জার ছেলে জাহাঙ্গীর আলমকে তার হারানো টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফিরিয়ে দেন (ওসি) মোস্তাফিজুর রহমান। এ সময় সদর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব কুমার নাথ, এএসআই শেখ সুমন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।