
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার উত্তর সখীপুরে পানি নিষ্কাশনের পথ আটকানোর ফলে পানিবন্দি হয়ে পড়েছে অসহায় শতাধিক পরিবার। উত্তর সখিপুরের একশত পরিবারের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার এ অভিযোগ উঠেছে উত্তর সখিপুরের দুর্লভ গাজীর পুত্র আমজাদ হোসেনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইউপি সদস্যের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে না পেরে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদনপত্র জমা দিয়েছে ।
উত্তর সখীপুরের ভুক্তভোগী আবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের এক শত পরিবারের বৃষ্টির পানি সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের বাড়ির পাশ দিয়ে পাতনার মিলে যায় কিন্তু উক্ত গ্রামের পানি স্থানীয় দুর্লভ গাজীর পুত্র আমজাদ হোসেনের জমির উপর দিয়ে যাওয়ায় তিনি গত কয়েক বছর ধরে গ্রামবাসীর উপর শত্রুতামূলক ভাবে পানি যাওয়ার পথ বন্ধ করে দেয় । পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার বিষয়টি এলাকাবাসী তাকে জানালে তিনি মাঝে মধ্যে পানি নিষ্কাশনের জন্য বাঁধ খুলে দেন আবার কখনো ইচ্ছা হলে সেই পথ আবার বন্ধ করে দেন। এভাবেই চলতে থাকে ২/৩ বছর। বর্তমানে ২/৩ মাস ধরে আমজাদ হোসেন আবারো পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে আমরা এলাকাবাসী তাকে বহুবার বললেও তিনি কোনো কর্ণপাত না করলে স্থানীয় ইউপি সদস্য মোখলেসুর রহমানকে জানালেও তিনি কোনো সমাধান করতে পারিনি। বর্তমান আমাদের এলাকার ১ শত পরিবার জলাবদ্ধতায় ভুগছি। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়াই আমাদের উঠান সব বাড়ি ঘরের বারান্দা পর্যন্ত পানিতে ডুবে গেছে। যে কারণে আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি তাই পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে আমরা দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছি।
এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ার বিষয়ে জানতে উত্তর সখিপুরের দুর্লভ গাজীর পুত্র আমজাদ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।