
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে নাগবাটি সরদার বাড়ী (তারা মসজিদ) জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১মার্চ) বিকাল ৫ টা হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুজিবার রহমান সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম. জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আমিনুর রহমান, সচিব, ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ, ভ‚রুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম. জাহাঙ্গীরুল আলম লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী, এস.এম আলমগীর হোসেন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ মাওঃ ক্বারী ইউনুছ আল-আনছারী, ঢাকা। ২য় বক্তা হিসাবে বয়ান পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কুরআন, মাওঃ ক্বারী আবুল হাসান যুক্তিবাদী, মুহতামিম, মুসলিমা খাতুন মহিলা মাদ্রাসা, শ্যামনগর। ৩য় বক্তা হিসাবে মূল্যবান বয়ান পেশ করেন, অত্র মসজিদের খতিব মাওঃ মুফতি হাবিবুল্লাহ মেছবাহ, সুন্দরবনী। অনুষ্ঠানে অত্র এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের সমাগম হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ এ.কে.এম. জাফরুল আলম বাবু তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার ইউনিয়ন, উপজেলা, জেলা সহ সারা বাংলাদেশ ব্যাপী ইসলামী জলসা হোক আমি চাই। তবে, জলসার নামে সরকার বিরোধী বক্তব্য প্রদান করা যাবে না। মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী ও পবিত্র কুরআন ও হাসিদের আলোকে বয়ান পেশ করার জন্য উপস্থিত সকল বক্তাকে আহ্বান করা গেল। সামনে পবিত্র মাহে রমজান মাস। আমরা একটি মাস সিয়াম সাধনের মধ্যদিয়ে পবিত্র রজমান মাস পালন করব। পবিত্র রমজান মাসকে সামনে রেখে কোন অসাধু ব্যবসায়ী খাদ্য দ্রব্য মূল্যের দাম ইচ্ছাদি মতো বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য দ্রব্য মূল্য সাভাবিক রাখার জন্য সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ টিম প্রতিনিয়ত বাজার তদারকি করবেন মর্মে সরকার ঘোষনা করেছেন। আমার সকলে মিলে সরকারের উন্নয়নে কাজ করি। সুন্দর সমাজ ও দেশ গড়তে সরকারকে সহযোগিতা করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য সহকারি ও অত্র মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।