
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা সিএনআরএস মুন্সিগঞ্জ অফিস হলরুমে গতকাল রবিবার বিকাল ৩ টার সময় খাল খনন পূর্বে (পিআইসি) কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাস্টার অশোক কুমার মণ্ডলের সভাপতিত্বে পিআইসি কমিটির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পি এম. সিএনআর এস স্বরণ কুমার চৌহান,সিএনআরএস শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন আহমেদ, পিন্টু গুহ,, জি এম নজরুল ইসলাম, জি এম জাহাঙ্গীর আলম, গৌতম কুমার সরদার,আব্দুল মজিদ, আবুল হোসেনসহ, অতিথিরা বক্তব্যে বলেন সরকারি খাল, পুকুর খননের জন্য চাই সুস্থ পরিকল্পনা যাহাতে কৃষকরা এলাকার ছেড়ে অন্য এলাকায় কাজের সন্ধানে যেতে না হয় ।সেজন্য সকলকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। প্রতিটা কাজের জবাবদিহিতা থাকলে কাজটা স্বচ্ছ হয়। খননকৃত খাল পুকুর-জলাশয় পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রেখে চাষাবাস করতে সহজ হবে । আমরা মুন্সিগঞ্জ কুলতলী গ্রামটা একটা মডেল গ্রাম হিসেবে দেখতে চাই , চাই আপনাদের সহযোগিতা।