
জামিনুর, শ্যামনগর থেকে: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিরামহীন মানবিক ফাউন্ডেশনের পথচলা। মহামারী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পুনরায় কঠোর লকডাউনের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২৫ জুন (শুক্রবার) মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের চত্বরে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জজকোর্টের পিপি ও ৩নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. জহুরুল হায়দার। আরো উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইসরাফিল হোসেন মিলন ও মানবিক ফাউন্ডেশনের অন্যান্য ও স্বেচ্ছাসেবক বৃন্দ। মানবিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইসরাফিল হোসেন মিলন জানান, ইতিপূর্বে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক ফাউন্ডেশন শ্যামনগরের মানুষের পাশে দাঁড়িয়েছে, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর শুরু থেকে মানবিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মানুষকে সচেতন ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমনকি হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি বিদ্যমান রেখেছে মানবিক ফাউন্ডেশন। উপকারভোগীরা বলেন, আমরা লকডাউনের মধ্যে কাজ কাম করতে পারছি না, মানবিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা পেয়ে আমরা আনেক খুশী, আমরা সকলে দোয়া করি মানবিক ফাউন্ডেশন এগিয়ে যাক মানবতার সেবায়।