
শ্যামনগর সংবাদদাতা: বনবিভাগের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার (১৫ আগস্ট) বিকাল ৫টার দিকে র্যাব-৬ এর সহযোগিতায় বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে।
এসও নূর আলম জানান, গত ১৩ আগস্ট শনিবার সুন্দরবন নিরাপত্তা টহলদান কালে নদীতে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ৭শত কেজি কাঁকড়া ও ট্রলার সহ এক জেলেকে আটক করা হয়। এসময় হাফিজুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বন বিভাগের উপর হামলা করে ট্রলার ও জব্দকৃত কাঁকড়া ছিনিয়ে নেয়। এঘটনায় বন বিভাগের সদস্যরা আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমানকে আটক করে শ্যামনগর থানায় সোফর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।