
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার সন্ধা ৭ টায় শ্যামনগর থানায় সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইনচার্জ সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে একটি এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরত্বর্পূন ভুমিকা রয়েছে। সন্ত্রাস, ডাকাতি, চাাঁদাবাজী নির্মূল করায় হবে পুলিশের প্রধান কাজ। তবে সবার আগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজে মাদকের কারণে নানা অপরাধ সংগঠিত হয়ে থাকে। তাই ডাকাতি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও এর সাথে সম্পৃক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সকল সাংবাদিকদের সহযোগীতার আহবান জানান।
শ্যামনগর থানার ওসি তদন্ত আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের ভূমিকা যতবেশি বৃদ্ধি পাবে ততবেশি সমাজে মাদক মুক্ত হবে এবং সমাজের সমস্যা চিহ্নিত করা যাবে। সুতরাং আপনারা সকল তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক মোঃ মুরশিদ আলমসহ উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকরা বলেন, সত্য প্রকাশ করতে যেয়ে অনেক সময় বিপদগ্রস্থ হয় সুতরাং সে বিষয়ে আপনারাও লক্ষ্য রেখে আমাদের সহযোগিতা করবেন।