
জামিনুর রহমান, শ্যামনগর: শ্যামনগরে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে সহয়তা করলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা । শনিবার সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের আয়োজনে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, বুড়িগোয়ালীনি ও গাবুরা ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে করোনা কালিন সময়ে খাদ্য ও সুরক্ষা সমগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম.আতাউল হক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, নির্বাহী সদস্য তহিদুর রহমান ডাবলু, কাশিমাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জান আনিচ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক এস.এম.আক্তার ।