
জামিনুর রহমান, শ্যামনগর: সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) ও কাপেং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলার আদিবাসীদের ভূমি অধিকারের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে আগষ্ট (বুধবার) সকাল ১০টায় সুশীলন টাইগার পয়েন্ট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর কুমার বিশ্বাস, সবাই সামনের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মন্ডল । আলোচনা সভায় বিভিন্ন মুন্ডাপাড়া থেকে আসা আদিবাসীরা ভূমি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জয় কুমার মাঝী।