
দ্যুতি দীপন বিশ্বাস: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে মঞ্জুরুল ইসলাম রানা কে ও সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তৌহিদ কে এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান বাদশা কে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি মাহবুবুল আল লাভলু,ফেরদাউস হোসেন, বাদশা আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন, মোক্তাদি ইসলাম, আবু হাসান , অর্থ সম্পাদক আজাহারুল ইসলাম,দপ্তর সম্পাদক রিয়াছাদ আলী, চাকরি, শিক্ষা, আইন ও প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়্যেবুর রহমান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু সাইদ, কৃষি ও সমবায় সম্পাদক ওমর ফারুক, কুটির শিল্প সম্পাদক মোহিবুল্লাহ বাবু, সাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ ইউসুফ আলী,কৃষি ঋন পুনর্বাসন সম্পাদক মোস্তাফিজুর রহমান, মৎস্য ও পশু সম্পদ সম্পাদক সালাউদ্দীন সুজন,ভূমি বিষয়ক সম্পাদক আক্তারুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক মহিউল আরেফিন, বন ও পরিবেশ সম্পাদক শোভন ইসলাম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সালেহ, সমাজ কল্যাণ সম্পাদক শিরিনা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক লাবনী আক্তার সুমাইয়া, নির্বাহী সদস্য আনারুল ইসলাম, সোহেল হোসেন, মইনুল ইসলাম, নাজমুল আহসান।
২৪ ডিসেম্বর-২০১৯ মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা কার্যলয় থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নিকট অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের শ্যামনগর উপজেলার সভাপতি মোঃ গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক জি,এম আব্দুল গফুর এবং সাতক্ষীরা ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক এম এ মামুন বিশ্বাস প্রমুখ।