
জি.এম আমিনুর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জিএম হাফিজুর রহমানের উদ্যোগে অত্র ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড -১৯) এ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮মে) সকালে কাশিমাড়ীর জয়নগর মোল্যা কমপ্লেক্স থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। উক্ত খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জিএম হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক সরদার, যুবলীগ নেতা রেজাউল হক, ইউপি সদস্য রাজগুল ইসলাম সরদার, জহুরুল হক মোল্যা প্রমুখ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অত্র ইউনিয়নের ১০০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।