
আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মাছ চুরি করতে গিয়ে চোর চক্রের সদস্য নাজমুল হাতেনাতে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে বৈকরঝুটিতে এ ঘটনা ঘটে।
শোভনালীর বিভিন্ন বিলের মৎস্য ঘেরে সংঘবদ্ধ চক্র ঘেরের আটন ঝেড়ে বাগদা চিংড়ি মাছ চুরি করে আসছে। ঘের ব্যবসায়ী বৈকরঝুটি গ্রামের জামাল উদ্দিন সরদারের পুত্র রফিকুল ইসলামের মৎস্য ঘেরে চুরি করার সময় গোঁদাড়া গ্রামের আমিরুল গাজীর পুত্র নাজমুল ইসলামকে হাতনাতে ধরে ফেলা হয়। আটক নাজমুল ইসলাম সকলের সামনে স্বীকারোক্তি দেয় যে তারা ফরহাদ গাজী নেতৃত্বে তিন বছর ধরে বিভিন্ন মৎস্য ঘেরে চুরি করে আসছে। চোরাই মাছ তারা ফরহাদ গাজী কাছে বিক্রি করে। মাছ বিক্রির টাকা তারা ভাগ করে নেয়। এদিনও তারা ফরহাদ গাজী নেতৃত্বে বালিয়াপুর গ্রামের সুব্রত, বাটরা গ্রামের শাহিনের ঘেরসহ বিভিন্ন ঘেরের আটন ঝাড়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানাই, প্রায় প্রতিদিন ঘেরে এসে দেখি আমাদের আটনে মাছ নেই। পরবর্তীতে গ্রাম্য সালিশের মাধ্যমে চোর নাজমুলকে তার পরিবারের জিম্বায় দেয়া হয়।