
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের বিল্লাল শেখের “স্কুল বহির্ভূত” সন্তানকে এক বৎসরের সকল ব্যয় ভার বহনের প্রতিশ্রুতি দিয়ে স্কুলমুখি করলেন খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম সরদার। শিক্ষার্থীসহ সুশিল সমাজের অভিনন্দন।গত ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে “স্কুল বহির্ভূত” শিশু রুবেলের বাড়ীতে শিক্ষক আবুল কাশেম সরদার উক্ত বিদ্যালয়ের এসএমসির সভাপতিকে সাথে নিয়ে হোম ভিজিটে যায়। এ সময় চোখে পড়ে বিল্লাল শেখের (৮/৯) বৎসরের শিশু রুবেলের। সংসারের অস্বচ্ছলতার কারনে পিতা মাতা তাকে বিদ্যালয়ে ভর্তি না করিয়ে সংসারের কাজে লাগিয়েছে। এমন অবস্থা দেখে শিক্ষক মোঃ আবুল কাশেম তার পিতা মাতাকে আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়ালে পিতা মাতা তাকে বিদ্যালয়ে ভর্তির জন্য অনুমতি দেয়। এর ফলে শিক্ষক আবুল কাশেম তাকে ০১লা জানুয়ারী ২০২০ তারিখে শিশু রুবেলকে বাড়ী থেকে এনে স্কুলে ভর্তি করেএবং তার হাতে নতুন বই তুলে দেয়।
এ বিষয়ে শিক্ষক আবুল কাশেম বলেন, আমি চাই সকল স্কুল বহির্ভূত শিশুরা যেন বিদ্যালয়ে আসে। সেই ধারাবাহিকতায় শিশু রুবেল এর ১ বৎসরের সকল দায়িত্ব নিয়ে বাড়ী থেকে এনে স্কুলে ভর্তি করি এবং নতুন বই তার হাতে তুলে দিই।