
ওমর ফারুক মুকুল: মাহামারী করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সাতক্ষীরায় লকডাউন এর টানা তৃতীয় সপ্তাহের ৫ম দিনে দেবহাটায় সকাল থেকে আইনশৃঙখলা বাহিনী বেশ কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল সীমিত দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নে লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা ছিলো বেশ। সড়ক গুলোতে পুলিশের চেকপোস্টের কারণে আটকে যায় অপ্রয়োজনীয় যানবাহন ও মানুষের চলাচল। কুলিয়া, পারুলিয়া, গাজীরহাট, সখিপুর সহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে প্রধান সড়কের উপর ব্যারিকেড দিয়ে অযাচিত যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণের আপ্রান চেষ্টা চালাতে দেখা যায় পুলিশ সদস্যদের।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা সংক্রমণ এড়াতে জেলাব্যাপী চলমান লকডাউন বাস্তবায়নে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। সবাই মাস্ক ব্যবহার করুন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়া থেকে বিরত থাকুন।