
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা- ০৩ আসনের সাংসদ প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এর বাসভবনে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে পূণ্যভূমি নলতা টাউন পাড়ার বাসভবনে দোয়া অনুষ্ঠান ও এলাকার সর্বস্তরের মানুষের জন্য মধ্যহ্ন ভোজের আয়োজন করে রুহুল হক এমপি। দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে পবিত্র শবে বরাতের ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন এমপি রুহুল হক। দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক। সমগ্র দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন নলতা শাহী মসজিদের পেশ ইমাম হাফেজ শামসুল হুদা ও হাফেজ হাবিবুর রহমান।