
রাশেদ আলী, যশোর থেকে: মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে রাজগঞ্জ মাইক্রো স্ট্যান্ডে ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি মাস্টার আমীর আলী খান এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফিরোজ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মনিরামপুর থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ প্রয়াত খান টিপু সুলতানের জ্যেষ্ঠপুত্র হুমায়ুন সুলতান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি সুকৃতি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন নিন্টু, নির্বাচিত কাউন্সিলর বাবুল আক্তার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা আঞ্চলিক সমন্বয়কারী ইয়ামিন হোসেন, চালুয়াহাটি ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বার আমজাদ আলী খান, আ,লীগ নেতা আব্দুল ওয়াদুদ, খানপুর ইউনিয়ন আ,লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান সঞ্জয় রাহা, ঝাঁপা ইউনিয়ন আ,’লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মশ্মিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার। অনুস্ঠানে রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।