
আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলায় চাকরি হারিয়েছেন গো-এয়ার কোম্পানির এক জ্যেষ্ঠ বৈমানিক। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণসংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন ওই পাইলট। এ কারণে তাকে ছাঁটাই করা হয়েছে। তবে এর প্রেক্ষিতে কড়া সমালোচনার মুখে পড়েছে গো-এয়ার।
চাকরি হারানো ওই পাইলটের নাম মিকি মালিক। সম্প্রতি তিনি টুইটারে লেখেন, ‘প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পাল্টা আমাকে ইডিয়ট বলতেই পারেন, অসুবিধা নেই। আমি দেশের প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। বিতর্কের পর অবশ্য টুইটটি মুছে ফেলে ক্ষমাও চান তিনি।