
নিজস্ব প্রতিবেদক: পৌর মেয়রের নাকের ডগায় হাফ কাঠা জমিতে সাড়ে পাঁচ তলা ভবন বানিয়ে হৈ-চৈ বাধিয়েছেন জনৈক রেজাউল ইসলাম। ঘটনাটি শহরের কামালনগর গ্রামের। সরজমিনে দেখা যায়, পৌর মেয়রের বাস ভবনের উত্তর পার্শ্বে মাত্র ১০০ গজ দূরে কামালনগরের গোরেস্থান রোডে হাফ কাঠা জমিতে সাড়ে পাঁচ তথা আট্টালিকা বানিয়েছেন কামালনগর গ্রামের মৃত আঃ রহমানের পুত্র রেজাউল ইসলাম। প্রশ্ন উঠেছে কোন প্রকার প্লান পাশ ছাড়াই হাফ কাঠা জমিতে কিভাবে পাঁচতলা ভবন নির্মান করেছেন রেজাউল ইসলাম। ইতোপূর্বেও একই রোডে চার তলার প্লান পাশ করে ৬ তলা ভবন বানিয়ে ছিলেন রেজাউল ইসলাম। আঠারো বাই বিশফুট জায়গায় নির্মান করা সু-উচ্চ ভবনটির মালিকের ক্ষমতা নিয়ে এলাকায় কানাঘুঁষা চলছে।
ভবন মালিক রেজাউল জানিয়েছেন, আইন-কানুন মেনেই প্লান পাশ করে ভবন বানিয়েছি। তবে পর্যবেক্ষক মহলের অভিযোগ হাফ কাটা জমিতে পাঁচতলা ভবন নির্মানের অনুমোদন দিয়ে পৌর মেয়র গর্হিত অপরাধ করেছেন। তবে এ বিষয়ে মতামত নেওয়ার জন্য নব-নির্বাচিত পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাথে কথা বলার জন্য ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।