
মুহাম্মদ যারিফ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ভর্তি হলো। স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক আনিসুর রহিম সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা বেলুন চকলেট দিয়ে যারিফকে উৎসাহিত করেন। স্কুলে হতে যাওয়ার আগে যারিফ তার নানা-নানী, মামা-মামী, খালা-খালু, চাচা ও ফুফুদের সাথে মোবাইলে কথা বলে দোয়া চায়। স্কুল জীবনের প্রথম ও নতুন দিনে যারিফের সাথে ছিল তার বাবা হাবিবুর রহমান, মাতা স্কুল শিক্ষিকা আজিজা আনজুম এবং আপু যারিন তাসনিম।