
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: মুন্সিগঞ্জ কৃষক সংগঠনের সদস্যরা পেলেন পাওয়ার টিলার। গভর্ন্যান্স ফর কোস্টাল রেজিলিয়েন্স প্রকল্প (এ৪ঈজ-১১)এর পক্ষ থেকে বিনামূল্যে পাওয়ার টিলার টি দেয়া হয়েছে। ওই সংগঠনের ৩০ জন কৃষক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মুন্সিগঞ্জ সিএনআরএস অফিস প্রাঙ্গণে, মুন্সিগঞ্জ কৃষক সংগঠনের সভাপতি সাংবাদিক নজরুল ইসলামের কাছে পাওয়ার টিলারটি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, সিএনআরএস ম্যানেজার শহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারমান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, সালাউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, নাজিম প্রমুখ।