
কামরুল হাসান, কলারোয়াঃ কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেছেন- মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় নেই। মাদক শুধু একটি জীবনকে নষ্ট করে না বরং একটি পরিবার, সমাজ, একটি দেশকে ধ্বংস করে দেয়। আজ থেকেই মাদক ছেড়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন-যারা মাদক ব্যবসা ও সেবন করে তারা সংশোধন হয়ে যান। নয়তো সমাজ এবং আইন আপনাদের ক্ষমা করবে না। দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের বিষয়ে তুলে ধরে গণমাধ্যমকর্মীদের সাথে একান্ত আলাপে তিনি এ কথাগুলো বলেন। তিনি জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন-কেউ কারো বিরুদ্ধে ফেসবুকে হয়রানীমূলক ও আপত্তিকর কোন মন্তব্য করবেন না। মাদক, নাশকতা, জঙ্গি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধ করতে মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করতে হবে। কোথাও কোন অপ্রীতিকর কিংবা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করতে হবে। সৎ ও জনবান্ধব কলারোয়া থানার এই পুলিশ পরিদর্শক আরো বলেন-মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজেদের নিরাপদ থাকতে ও রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। কোন পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তবে ওই পরিবারটি সমাজ থেকে অর্ধশত বছর পিছিয়ে যায়। হুশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন-মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার, সে যেই হোক, তাকে এ ব্যবসা ছাড়তে হবে। যেই হোক, যাই হোক, যেখানেই হোক কেউ আমাদের অপারেশনের বাইরে নয়। সাঁড়াশি অভিযানে মাদকের শিকড় উপড়ে তুলে নিয়ে আসা হবে। তিনি আরো বলেন-যারা পর্দার অন্তরালে থেকে মাদকের অর্থ যোগান দিচ্ছে, মাদককারবারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। শান্তিপ্রিয় কলারোয়াবাসীকে তিনি মাদক, সন্ত্রাস ও নাশকতামুক্ত থাকতে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন।