
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দূর্গা পুজার মহাঅষ্টমীতে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন দলীয় নেতৃবৃন্দ। রবিবার (২২ অক্টোবর) সদরের আলিপুর, ভোমরা, ফিংড়ী, ব্রহ্মরাজপুর ও ধুলিহরসহ সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে দলীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, আলিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), সদর উপজেলা আ.লীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা মহিলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক তহমিনা ইসলাম সিম্মিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ আ.লীগের সংসদীয় কমিটির মিটিং ও ২২ তারিখ রবিবার থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেজন্য তিনি ঢাকাতে অবস্থান করায় দলীয় নেতৃবৃন্দরা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির তার পক্ষ থেকে মহাঅষ্টমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন ও সকলের সাথে কুশল বিনিময় করেন।