
#মবজাস্টিসের শিকার হয়েছেন সাংবাদিক ইয়ারব হোসেনের এ অভিযোগ আমি খতিয়ে দেখব- মুহাদ্দিস আব্দুল খালেক
#সাংবাদিক ইয়ারব হোসেন সন্ত্রাসী, ভিক্টিমরা তাকে ধরে পুলিশে দিতে পারে- মাওলানা আজিজুর রহমান
#মবজাস্টিসের শিকার হয়েছেন সাংবাদিক ইয়ারব হোসেনের এ অভিযোগের বিষয়ে আমি কোন মন্তব্য করবনা- আবু জাহিদ ডাবলু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জামায়ত -বি এন.পির নেতাকর্মীদের মব জাস্টিসের শিকার হয়েছেন সাংবাদিক ইয়ারব হোসেন । মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলার তুজলপূর গ্রামের বাড়িতে এঘটনা ঘটে । হামলা কারীরা প্রায় ঘন্টাব্যাপি তার বাড়িতে ত্রাস সৃষ্টি করে । খবর পেয়ে পুলিশ ্ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ইয়ারবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । এ রিপোর্ট লেখা পর্যান্ত ইয়ারব হোসেন সাতক্ষীরা থানা হেফাজতে ছিল ।
অনলাইন নিউজ পোর্টল সমাজের আলোর সম্পাদক ও প্রকাশক ইয়রব হোসেন ঢাকা থেকে প্রকাশিত নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। সকাল ১১ টায় হামলার শিকার হওয়া ইয়ারব হোসন এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, তিনি শারিরিক অসুস্থতার কারনে সকালে তার তুজুলপুর গ্রামের নিজ বাসভবনে আসেন । বেলা ১১ টার দিকে জামায়ত নেতা বল্লী ইউনিয়নের মুকুল মাষ্টার , ঝাউডাঙা ইউনিয়নের হাসান ও মূসা। বি এন পি নেতা তুজলপুর গ্রামের ডিউক ,হাজিপুর গ্রামের রিপন বিএনপি নেতা ্ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাইপো বাবলু, কলারোয়া বিএনপি নেতা ট্রলি শহিদুল ও পলাশের নেতৃত্বে ১৫/২০ বি এন পি – জামায়তের নেতাকর্মী তার বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায় । হামলাকারীরা লাঠিদিয়ে দরজা জানালায় বাড়ি দিতে থাকে । এ সময়ে আমি ঘরে বসে মোবাইল ফোনে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। সদর থানায় এই প্রতিবেদকের সঙ্গে সাংবাদিক ইয়ারব হোসনের কথা হয় । তিনি জানান, হামলাকারীরা পুলিশ ্ও সেনাবাহিনীকে আমার বাড়িতে ডেকে আনে।আমার বিরুদ্ধে থাকা ষড়ন্ত্রমূলক মিথ্যা গায়েবি মামলার অভিযোগে পুলিশ আমাকে সদর থানায় নিয়ে আসে। আমি জামায়ত বি এনপির নেতাকর্মীদের মব জাস্টিসের শিকার হয়েছি । তিনি আরো বলেন ,প্রধান উপদেষ্টা সরাষ্ট্র উপদেষ্টা , আইন উপদেষ্টা ,পুলিশের আইজিপি এমনকি বি এনপি ও জামায়াত মবজাস্টিসের বিপক্ষে কিন্তু আমি মবজাস্টিসের শিকার হলাম।
ইয়াবর হোসেন আরো জানান,বিগত ১৩/১৪ সালে মানজমিনে কাজ করার সময় এলাকার কয়েকজন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করি। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যাবসায়ীরা তার ওপর সন্ত্রাসী হামলা করে। সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে মাথায় বেধড়ক পিটিয়ে মৃত ভেবে রাস্তার পার্শ্বে ফেলে রেখে যায় । তৎকালীন সময়ে খুলনা রেজ্ঞ ডিআইজির নির্দেশে সাতক্ষীরা বিজিবির একটি টিম তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ্ওইদিন আমাকে উদ্ধারে জামায়তের কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভূমিা রেখেছিলেন। সদর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পরে তিনি বাড়িতে ফিরে আবার ভারতে উন্নত চিকিৎসার জন্য যান। সেই থেকে তিনি ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবার জন্য নিয়মিত যাতায়ত করেন। ্ওই সময়ে আমি হামলাকারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দ্বায়ের করি। ্ওই মামলাটি এখন বিচারধীন । মামলার আসামীরা অধিাকাংশ জামায়াত বি এনপির নেতাকর্মী । তাদের মদদেই আমার বাড়িতে হামলা করনা হল। পুলিশ আমাকে উদ্ধারকরে থানায় আনার সময় হামলাকারীরা আমার উপর হামলে পড়ে। তারা আমাকে বেদম মারপিটও করে ।
ইয়ারব হোসেন আরো জানান, গেল ৫ আগষ্টের পর স্থানীয় জামায়ত বি এন পির নেতাকর্মীরা তার বাড়িতে হামলা ভাংচুর সহ লুটপাট করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে । এরপর কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয় তাকে ।
সেই থেকে তিনি সাবধানে চলাফেরা করছিলেন। ৮ এপ্রিল সকালে বাড়িতে গেলে মব জাস্টিসের শিকার হন তিনি।
ইয়ারবের মেয়ে তিশা খাতুন জানায়, আমার আব্বু খুবই অসুস্থ ছিলেন , সকাল থেকে তিনি কিছুই খান নি । আমরা সবার কত হাত পায়ে ধরেছি কেউ কোন কথা শোনেনি । জোর করে মারপিট করতে করতে আব্বুকে পুলিশের হাতে তুলে দেয় হামলাকারীরা ।
মব জাস্টিসের শিকার হয়েছেন জামায়ত- বিএনপির নেতাকমীর দ্বারা ইয়ারব হোসেনের এমন অভিযোগের বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান এই প্রতিবেদককে জানান, ইয়ারব সন্ত্রাসী সাংবাদিক । বিগত সরকারের সময়ে তার দ্বারা জামায়ত -বিএনপির নেতাকর্মীরা অত্যাচারিত। ক্ষতিগ্রস্থ ওই সব ভিক্টিমের অধিকার রয়েছে ইয়ারবকে ধরে পুলিশে দেওয়ার । হয়তোবা ভিক্টিমরাই সেটা করেছেন।
জামায়ত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অব্জল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন ।
জেলা বি এন পির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এই প্রতিবেদকে জানান,সাংবাদিক ইয়ারব হোসেন মব জাস্টিসের শিকার হয়েছেন এ বিষয়ে তনি কোন মন্তব্য করতে পারবেন না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামিনুল হক জানান, ঘটনাস্থল থেকে ইয়রবকে উদ্ধার করা হয়েছে । বর্তমানে তিনি পুলিশ হেপাজতে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে ,বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।