
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ প্রবেশ করেছে। রোববার দুপুরে এই কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ৬টি ট্রাবে ৬০ টনের মতো কাঁচা মরিচ রয়েছে বলে জানা গেছে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান,প্রতি টন কাঁচা মরিচের এলসি মুল্য ৪৫০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচ দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বেচা সম্ভব।
ভোমরা স্থলবন্দরের আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রতিদিন যদি ৩০/৪০ ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকে, এমনভাবে দেশের অন্যান্য বন্দর দিয়েও ঢুকবে। ফলে ১ সপ্তাহের মধ্যে দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম এবার স্থিতিশীল হবে বলে মনে করা হচ্ছে। ৫ দিন বন্ধ থাকার পরে রোববার প্রথম দিনেই এ পর্যন্ত ৬ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। সন্ধ্যার দিকে আরওকাঁচা মরিচ ঢুকবে। আমাদের যথেষ্ট এলসি ও আইপি পারমিশন আছে।
আগামী কাল থেকে প্রতিদিন ২০/২৫ ট্রাক কাঁচা মরিচ ঢুকবে। তখন বাজারে একটা স্থিতিশীল অবস্থা চলে আসবে। তবে স্থলবন্দরের অপর একটি সূত্রের দাবি, শুল্ক কর্মকর্তাদের অনুপস্থিতি ও সার্ভার জটিলতায় দুপুর একটার আগে কাঁচা মরিচের ট্রাক খালাসের অনুমতি মিলেনি।
প্রসঙ্গত, বর্ষা মৌসুমে দেশি কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকা পর্যন্ত।