
তরিকুল ইসলাম, কালিগঞ্জ থেকে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের কর্মীদের নিয়ে “কর্মী শিক্ষা শিবির” এর আয়োজন করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় আল আমিন ট্রাস্ট মিলনায়তনে ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আবুল ফারাহ সিদ্দিকী’র সভাপতিত্বে এবং ইউনিয়ন অর্থ সম্পাদক শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় “কর্মী শিক্ষা শিবিরে” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলার শ‚রা ও কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শ‚রা ও কর্মপরিষদ সদস্য, বায়তুলমাল সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আসমাউল হোসেন, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ এমন মিরাজ হোসাইন, ডাঃ রবিউল ইসলাম, মাওঃ আল আমিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী বৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, কর্মীরাই সংগঠনের ম‚ল চালিকাশক্তি। আদর্শ সমাজ বিনির্মাণে কর্মীদের ভ‚মিকা অনস্বীকার্য। ২০২৪ সালের ২য় স্বাধীনতা পরবর্তী সময়ের পরাজিত শক্তি এখনও নানান ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এই কর্মী বাহিনীকেই সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
ইসলামী আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে। আলোচক বৃন্দ কর্মীদের আতœগঠন ও মানোন্নয়নের এবং ইকামাতে দ্বীন ও বাইয়াতে জিন্দেগীর গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন। সর্বশেষ দোয়ার মাধ্যমে অত্র কর্মী শিক্ষা শিবিরের কার্যক্রম সমাপ্ত করা হয়।