
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একটি দোকানে চুরির সময় চোরাই মালামালসহ ৩ চোরকে পুলিশ হাতে নাতে আটক করেছে। রবিবার দিবাগত রাতে এ বাজারের মসজিদের সামনে মুদি দোকানে চুরির সময় চোরদেরকে আটক করা হয়।
সম্প্রতি বুধহাটা বাজারসহ পাশ^বর্তী এলাকার একের পর চুরির ঘটনা ঘটছিল। চুরি প্রতিরোধ ও আইন শৃংখলা রক্ষার্থে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওািস) মোঃ গোলাম কবির বিভিন্ন বাজার ও গ্রামে আইন শৃংখলা বিষয়ক সভা এবং চুরি প্রতিরোধে বাজার কমিটি গঠন, নৈশ প্রহরী নিয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও সিদ্ধান্ত প্রদান করেন। রবিবার রাত ৩ টার দিকে সংঘবদ্ধ চোরেরা বুধহাটা বাজারে এক মুদি দোকানের শার্টার ভেঙ্গে মালামাল চুরি করছিল।
গোপন খবর পেয়ে এসআই মোঃ হাসানুজ্জামান ও সঙ্গীয় অফসিার র্ফোস এর সহায়তায় অভিযান চালিয়ে চোরাই মালামাল (৪২ পিস লাইফবয় সাবান, ১৬ পিস স্যান্ডেলিনা সাবান, ১৮ পিস পেপসোডেন্ট টুথ পাউডার, ১০ পিস প্যারাসুট নারিকেল তেলের বোতল, নগত ৩৯০ টাকাসহ আটক করা হয়) সহ চোর বুধহাটা গ্রামের ইন্তাজ আলি সরদারের পুত্র রেজাউল ইসলাম ওরফে গজো (৩৫), শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মৃত জাফর আলি গাজীর পুত্র শাহাজান গাজী (৪৮) ও একই গ্রামের মৃত এলবার সরদদারের পুত্র শফকিুল ইসলাম (৫০) কে আটক করেন। গাবুরার দু’চোর বর্তমানে বুধহাটা কলেজিয়েট স্কুলরে পিছনে খললি দোকানদারের বাসার ভাড়াটয়িা।
এ ব্যাপারে থানায় ৮(৮)২০২০ নং মামলা রুজু করা হয়েছে। আসামীরে সোমবার সকালে আদালতে সোপর্ধ করা হয়েছে।