
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায়, ইউনিয়ন পরিষদের হলরুমে বুড়িগোয়ালিনী দুর্যোগ ব্যবস্থাপনা ও স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মোঃ মামুন অর রশিদ, সত্যরঞ্জন তরফদার, মোহাম্মদ জামিল হোসেন, আবু সুফিয়ান, শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল, মোঃ জিল্লুর রহমান, মোঃ তারিকুল রহমান, সুরজিৎ মন্ডল, মহাতাব উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নিরাপদ বাইন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য গাজী মোস্তফা কামাল, জি এম আব্দুর রশিদ, স্বপন কুমার মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, জি এম আব্দুল গনি, স্বপন কুমার হালদার ও মহিলা সদস্য খাদিজা খাতুন।