
নিজস্ব প্রতিবেদক:
সাবেক জামায়াত নেতা বিটিভির সাংবাদিক আলতাফ হোসেনকে গতকাল রোববার জেল গেট থেকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার একদল পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটার সময় আলতাফ হোসেনকে জেলগেট থেকে আটক করে। আলতাফ হোসেনের স্ত্রী রেহানা সুলতানা সাতনদীকে এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিটিভির সাবেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাবেক জামায়ত নেতা আলতাফ হোসেনকে গত ১৬ই নভেম্বর ঢাকার নারায়ানগঞ্জের মধুখালী গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে সাতক্ষীরা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। সাতক্ষীরা জেলা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আলতাফ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ২৯টি মামলা থেকে জামিন নেয়ার পর তিনি গতকাল সন্ধ্যায় জেলখানা থেকে বের হন।
জেলগেট থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আলতাফ হোসেনের স্ত্রী রেহানা সুলতানা সাতনদীকে জানান, ২০১১ সালে জেলা জামায়াত দল থেকে আলতাফ হোসেনকে বহিষ্কার করে। ২০০৭ সাল সাল পর্যন্ত তিনি জেলা জামায়াতের প্রচার সম্পাদক পদে ছিলেন। দরে নিষ্ক্রিয় থেকে বিটিভিতে সাংবাদিকতার পাশাপাশি ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে চাকরি নেন। ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে চাকরিতে চাকরি করাটা জামায়াতের আদর্শ পরিপর্ন্থী ছিল এমন অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।