
স্পোর্টস ডেস্ক: বলের ঔজ্জ্বল্য ধরে রাখতে যুগ যুগ ধরে থুতুর ব্যবহার করে আসছেন পেসাররা। পরে স্পিনাররাও এই অভ্যাসে জড়িয়ে যান। কিন্তু করোনা ভাইরাস বিশ্বকে নাড়িয়ে দেয়ার পর লালা বা থুতু ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। পরিবর্তে বল শাইনিংয়ের জন্য কৃত্তিম উপকরণ ব্যবহারের বৈধতা দিতে পারে তারা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশি পেসাররা।
বল শাইনিং করা হবে কি দিয়ে সেটা একটা প্রশ্ন। বল চকচককে করতে ভ্যাসলিন জাতীয় কিছু ব্যবহারের অনুমতি পেতে পারেন বোলাররা। তবে বল শাইনিংয়ের পুরো প্রক্রিয়াটি ঘটবে আম্পায়ারের সামনে। এ নিয়ে পেসার ইবাদত হোসেন বলেন, ‘এগুলো বল শাইনিংয়ে হেল্প করবে।
এগুলো আগে সাধারণত আমরা ব্যবহার করতে পারতাম না। থুতু দিয়েই আমাদের সব করতে হতো। এখন যদি ভ্যাসলিন বা ওই জাতীয় কিছু ব্যবহার করতে দেয় তাহলে সেটা তো আমাদের জন্য অনেক সহজ। সহজ বলতে বল শাইন করতে যেই কষ্টটা হতো সেটা আমরা এখন অনেক সহজেই করতে পারবো। যত বল শাইনিং করতে পারবো ততো আমাদের সাপোর্ট ভালো থাকবে। এটা আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার। সুখবর আমি যেটা মনে করি।’
আরেক পেসার আবু জায়েদ রাহী বলেন, ‘নিরাপত্তা সবার আগে। আমি অবশ্যই সম্মতি জানাই কারণ নিরাপত্তা আগে। এখন যদি এমন অবস্থা হয় যে বলে থুতু লাগানো হয় তারপর যদি একজনের ভাইরাস অন্যদিকে যায়। আমার আসলে মনে হয় এটায় (নতুন নিয়মে) কোনো সমস্যা হবে না। ক্রিকেটের আগে তো সেইফটি আগে। এখন তারা বিকল্প একটা রাখতে বলছে যে শু পলিশ অথবা ভ্যাসলিন অনুমোদন দেবে। এটা হলেও খারাপ না, অবশ্যই ভালো।’ (সূত্র: মানবজমিন অনলাইন)